কবিগুরু আলাওল
মুসলমান সুলতানদের রাজকীয় আনুকূল্য বাংলা কাব্যের উন্মেষ-বিকাশে প্রধান ভূমিকা রেখেছিল মধ্যযুগে। তখন মুসলমান কবি ও পদকর্তারা কাব্য রচনা করছেন জীবন উপজীব্য করে। ধর্মীয় অলৌকিকতা অতিক্রম করে তারা কাব্যের উপাদান হিসেবে গ্রহণ করছেন মানবিক অনুভূতি, জীবনাবেগ ও সৌন্দর্যচেতনা।